• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সমকামী বিয়ের বৈধতা দিল গ্রিস


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৪:১৩ পিএম
সমকামী বিয়ের বৈধতা দিল গ্রিস

ঢাকা : খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ প্রথম দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে গ্রিস। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টে এ বিষয়ে ভোটের পরে সমকামী দম্পতিরা এখন সন্তান দত্তক নেওয়ার আইনত অধিকার পাবেন।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, নতুন আইন সাহসীভাবে একটি গুরুতর অসমতা দূর করবে। 

ইমরানের স্ত্রী বুশরাকে অ্যাসিড মেশানো খাবার দেয়া হচ্ছে!ইমরানের স্ত্রী বুশরাকে অ্যাসিড মেশানো খাবার দেয়া হচ্ছে!

তবে সমকামী বিয়ের বৈধতার বিরুদ্ধে অর্থোডক্স চার্চের নেতৃত্বে এথেন্সে তীব্র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সিনটাগমা স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে অনেকেই বাইবেলের অনুচ্ছেদ থেকে পাঠ করেছেন। 

অর্থোডক্স চার্চের প্রধান আর্চবিশপ আইরনিমোস বলেছেন, এই ব্যবস্থা মাতৃভূমির সামাজিক সংহতিকে কলুষিত করবে।

এমটিআই

Wordbridge School
Link copied!