Menu
ঢাকা : পুতিনবিরোধী সমালোচক ও রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির কারাগারে মৃত্যুর খবরে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এই শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
একইসঙ্গে আন্তর্জাতিক সংস্থাটি রুশ সরকারকে ‘নিপীড়ন বন্ধের’ আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে জাতিসংঘের অধিকার কার্যালয়ের মুখপাত্র লিজ থ্রোসেল এসব তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রীয় জেলে বন্দি অবস্থায় কেউ মারা গেলে ধরে নেওয়া হয় মৃত্যুর জন্য রাষ্ট্র দায়ী। এই দায় শুধুমাত্র একটি স্বাধীন, নিরপেক্ষ সংস্থার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের পরই খণ্ডন করা যেতে পারে। সূত্র: এএফপি
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT