Menu
ঢাকা : দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ফ্রান্সের বিখ্যাত স্থাপত্য নিদর্শন আইফেল টাওয়ার।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) শ্রমিকদের ধর্মঘটের কারণে এই ঘোষণা দেয় স্থাপত্যটির কর্তৃপক্ষ। অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করেই এই কর্মসূচিতে নামেন তারা।
ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স-২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্যারিস অলিম্পিককে সামনে রেখে রক্ষণাবেক্ষণ কাজের বাজেটের পুনর্বিবেচনার দাবি জানায় শ্রমিকেরা। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় কম খরচ নির্ধারণ করা হয়েছে বাজেটে। যা কর্মীদের শুধু কাজের চাপই বাড়াবে না বরং দর্শনার্থীদের ওপরও প্রভাব ফেলবে। এসময় ধর্মঘট বাড়ানোর হুঁশিয়ারিও দেয় শ্রমিকদের সংগঠন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে প্রধান প্রকৌশলী গুস্তাব আইফেলের শততম মৃত্যুবার্ষিকীতে বন্ধ ছিলো ১৩৫ বছরের এই নিদর্শন। প্রতিবছর প্রায় ৬০ লাখ দর্শনার্থী বেড়াতে আসেন এখানে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT