ঢাকা: সিঙ্গাপুরে প্রেমিকাকে হত্যার দায়ে একজন প্রবাসী বাংলাদেশিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছর এটাই দেশটিতে প্রথম কারও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। সংবাদমাধ্যম জামাইকান অবজারভারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই বাংলাদেশির নাম আহমেদ সেলিম (৩৫)। তার প্রেমিকার নাম নুরহিদায়াতি ওয়ারতোনো সুরাতা। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। পেশায় গৃহকর্মী সুরাতা আর সেলিম চিত্রশিল্পী। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় গোল্ডেন ড্রাগন নামের হোটেলের একটি কক্ষে হত্যা করা হয় ইন্দোনেশিয়ার ওই গৃহকর্মীকে।
২০১৯ সালের ২ জানুয়ারি সেলিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় এবং ২০২০ সালের ডিসেম্বরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন সিঙ্গাপুরের আদালত। ২০২২ সালের ১৯ জানুয়ারি তার সাজার বিরুদ্ধে করা আপিল খারিজ করা হয়।
সাজাপ্রাপ্ত সেলিম দেশটির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও করেছিলেন। কিন্তু তা খারিজ করা হয়।
এমএস