Menu
ঢাকা : ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মালবাহী জাহাজ রুবিমার দক্ষিণ লোহিত সাগরে ডুবে গেছে।
শনিবার (২ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। গত ফেব্রুয়ারি মাসে এই জাহাজে হামলা চালিয়েছিল হুতিরা। খবর আল জাজিরা।
শনিবার এক বিবৃতিতে ইয়েমেন সরকার জানায়, বিপর্যয়কর আবহাওয়া এবং সাগরে প্রবল বাতাসের কারণে জাহাজটি ডুবে গেছে। জাহাজডুবির এই ঘটনায় লোহিত সাগরের পরিবেশগত বিপর্যয় সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই জাহাজটির অবস্থান থেকে আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছিল।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, বেলিজ-পতাকাযুক্ত, যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজটি ৪১ হাজার টনেরও বেশি সার বহন করছিল। এগুলো সাগরের পরিবেশগত ক্ষতি করতে পারে উদ্বেগ জানিয়েছে সেন্টকম।
ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে গত নভেম্বরে হুতি বিদ্রোহীরা লোহিত ও কৃষ্ণ সাগরে ইসরায়েল এবং পশ্চিমাদের মালিকানাধীন জাহাজে হামলা শুরু করে। বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা শুরুর পর লোহিত সাগরে জাহাজডুবির প্রথম ঘটনা এটি।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT