ঢাকা : যুক্তরাষ্ট্রের আরও তিনটি রাজ্যে জিতেছেন দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এরফলে রিপাবলিকান পার্টির দলীয় মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের বরাতে রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান, মিজৌরি ও আইডাহ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। তিনটি রাজ্যেই তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি।
রিপাবলিকান পার্টির মিশিগান শাখার তথ্য অনুযায়ী, এ অঙ্গরাজ্যের ককাশে ১৩টি ডিস্ট্রিক্টের সব কটিতে নিকি হ্যালিকে হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সার্বিকভাবে ট্রাম্প প্রায় ৯৮ শতাংশ সমর্থন পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ৫৭৫। অন্যদিকে হ্যালি পেয়েছেন মাত্র ৩৬টি।
ট্রাম্পের এ জয়কে মিশিগান রিপাবলিকান পার্টির চেয়ার পিট হোয়েকস্ট্রা ‘অপ্রতিরোধ্য, প্রভাবশালী’ বলে আখ্যা দিয়েছেন।
দলীয় মনোনয়ন নিশ্চিত হলে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী মঙ্গলবার (৫ মার্চ) একযোগে ১৫টি রাজ্যে প্রাইমারি নির্বাচন। একাধিক রাজ্যে প্রাথমিক বাছাই বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় ‘সুপার টুইসডে’ বলা হয়।
এমটিআই
আপনার মতামত লিখুন :