• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১৩ হাজার হামাস সদস্যকে হত্যা করেছে ইসরাইল: নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১১, ২০২৪, ১২:২৫ পিএম
১৩ হাজার হামাস সদস্যকে হত্যা করেছে ইসরাইল: নেতানিয়াহু

ঢাকা : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বিমান ও স্থল অভিযানে হামাসের ১৩ হাজার ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি জার্মানি দৈনিক বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন তিনি।

গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১০ মার্চ) জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।

তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক ও কতজন হামাসের সদস্য, তা নিয়ে আলাদাভাবে তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজায় নিহতদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু।

 ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্ধৃত করে জার্মানি দৈনিক বিল্ড জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল রাফাহতে ইসরাইলি অভিযান বৃদ্ধি করার প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা।

নেতানিয়াহু বলেন, আমরা জয়ের দ্বারপ্রান্তে আছি। রাফাহতে অবশিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে, আমাদের বিজয় মাত্র এক সপ্তাহের প্রশ্ন হবে।

নেতানিয়াহু আরও বলেন, হামাসের তিন-চতুর্থাংশ সদস্য নিহত হয়েছেন। এই মুহুর্তে অভিযান বন্ধ করলে তারা পুনরায় দল গঠন করতে পারে।

এদিকে, গাজায় ‘নৃশংস অপরাধ’ বন্ধ এবং ‘নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!