ঢাকা: কপালে গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কীভাবে চোট পেয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, নিজের বাসভবনেই পা পিছলে পড়ে যান মুখ্যমন্ত্রী। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের উডবার্ন কেবিনে সাড়ে ১২ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে।
হঠাৎই কেন পড়ে গেলেন, সেই খোঁজ চলছে। তার শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রাখছেন চিকিৎসকরা।
মমতার বাসভবন সূত্রে খবর, কলকাতার গড়িয়াহাটে অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে পা পিছলে বাড়ির শোকেসে মাথায় আঘাত লাগে। তাতেই রক্তক্ষরণ হয়। ৭১ বছর বয়সী মমতা এখন চিকিৎসা নিচ্ছেন।
আইএ