• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আফগানিস্তানে ব্যাংকে আত্মঘাতী হামলা, নিহত ২১


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২১, ২০২৪, ০৫:৩৯ পিএম
আফগানিস্তানে ব্যাংকে আত্মঘাতী হামলা, নিহত ২১

ঢাকা: আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির একটি হাসপাতালের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বিবিসি।

যদিও তালেবান সরকার নিহতের সংখ্যা তিনজন বলে জানিয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তালেবান জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যাংকে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই সময় দেশটির সরকারি চাকরিজীবীরা লাইনে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন। 

বিবিসি মনে করছে, এটি এ বছর আফগানিস্তানে সবচেয়ে বড় হামলা। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহত ও আহতদের ৫০ জনকে ওই অঞ্চলের সবচেয়ে বড় মিরওয়াইস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!