ঢাকা: ডিপফেকের শিকার হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক পর্ন অভিনেতার সঙ্গে মেলোনির ডিপফেক ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে মার্কিন অ্যাডাল্ট সাইটে। এ ঘটনার পর এক লাখ ইউরো ক্ষতিপূরণ চেয়েছেন মেলোনি। খবর হিন্দুস্তান টাইমসের।
পুলিশ জানিয়েছে, এআই প্রযুক্তির মাধ্যমে নিখুঁতভাবে মেলোনির মুখাবয়ব ব্যবহার করা হয়েছে ভিডিওতে। অনলাইন ডেটা বিশ্লেষণ করে জানা গেছে, আপলোড হওয়ার পর কয়েক লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। এর আগেও মেলোনির মুখাবয়ব ব্যবহার করে ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি বিষয়টি তাদের নজরে আসে। এরপরই আদালতের দ্বারস্থ হন মেলোনি।
এ ঘটনায় এক ব্যক্তি (৪০) ও তার বাবার (৭৩) দিকে অভিযোগের আঙুল উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। দায়ের হয়েছে মানহানি মামলা। আগামী জুলাই মাসে আদালতে সাক্ষ্য দেবেন মেলোনি।
প্রধানমন্ত্রীর আইনজীবী মারিয়া গিউলিয়া মারোঙ্গিউ বলেন, পুরুষ সহিংসতার শিকার নারীদের সমর্থনে মামলার ক্ষতিপূরণের পুরো অর্থ দান করবেন মেলোনি। তার এই পদক্ষেপ ক্ষমতার অপব্যবহারের শিকার নারীদের কাছে একটি বার্তা পাঠাবে। অভিযোগ তোলার সাহস জোগাবে।
আইএ
আপনার মতামত লিখুন :