ঢাকা : রাশিয়ার রাজধানীর কাছে এক কনসার্ট হলে আক্রমণের সাথে জড়িত সন্দেহে আটক চার ব্যক্তির তিনজন মস্কোর একটি আদালতে রোববার (২৪ মার্চ) হামলার দায় স্বীকার করেছে।
ক্রোকাস সিটি হলে শুক্রবার ওই হামলায় ১৩৭ জন নিহত হয়। রোববার রাতে মস্কোর বাসমান্নি ডিসট্রিক্ট আদালত চারজনের বিরুদ্ধে চার্জ গঠন করে।
আদালত চারজনকে বিচারের জন্য ২২ মে পর্যন্ত আটক রাখার নির্দেশ দেয়। তবে বিচারের তারিখের ওপর নির্ভর করবে তাদের আটকাদেশ বাড়ানো হবে কিনা।
মস্কোর বাসমান্নি ডিসট্রিক্ট আদালত জানিয়েছে, চারজনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে, যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে।
মস্কোর আদালত আনুষ্ঠানিকভাবে দালেরযন মিরোযাইয়েভ (৩২), সাইদাক্রামি রাখাবালিযোদা (৩০), মুহাম্মাদ সবির ফাইযভ (১৯) ও শামসিদিন ফারিদুনির (২৫) বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী হামলার মাধ্যমে অন্যের প্রাণহানি করার অভিযোগ গঠন করে।
চারজনই তাজিকিস্তানের নাগরিক বলে আদালতে জানানো হয়। মিরোযাইয়েভ, রাখাবালিযোদা ও ফারিদুনি আদালতে অভিযোগ স্বীকার করেন। তবে ফাইযভকে সরাসরি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় এবং তিনি আদালতে পুরো সময় একটি হুইল চেয়ারে চোখ বন্ধ করে বসে ছিলেন। আদালতে হাসপাতালের স্বাস্থ্য কর্মী তার দেখাশোনা করছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। অন্য তিন অভিযুক্ত আদালতে আসেন আঘাতের চিহ্ন ও ফুলে যাওয়া মুখ নিয়ে।
রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তাদের ওপর নির্যাতন চালানো হয়। অভিযুক্ত চারজনকে রবিবার রাতে আদালতে আনা হয়।
শুক্রবারের হামলা ছিল গত কয়েক বছরে রাশিয়ার মাটিতে সবচেয়ে ভয়াবহ হামলা। ইসলামিক স্টেট গ্রুপের সাথে সম্পৃক্ত একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে।
রুশ কর্তৃপক্ষ শনিবার চার সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে। আরো সাতজনকে হামলার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে দাবি করেন, তাদের ইউক্রেনে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। ইউক্রেন সরকার এ কথা অস্বীকার করেছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কর্তৃপক্ষ এই হামলা সূত্রে মোট ১১ জনকে আটক করেছে।
ভাষণে পুতিন একে ‘একটি রক্তাক্ত, বর্বর উগ্রবাদী কার্যক্রম’ বলে অভিহিত করেন এবং জানান, রুশ কর্তৃপক্ষ চার সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের ইউক্রেনীয় অংশে তৈরি রাখা পথের মাধ্যমে পালানোর চেষ্টা চালানোর সময় আটক করে।
শুক্রবার ক্রাসনোগোরস্কে অবস্থিত ক্রোকাস সিটি হলে সংঘটিত হামলায় কোনো ধরনের সংশ্লিষ্টতার দায় কিয়েভ জোরালভাবে অস্বীকার করেছে। অপরদিকে, ইসলামিক স্টেট সংগঠনের আফগানিস্তানি অঙ্গসংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।
রুশ গণমাধ্যমে কিছু ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে এই সন্দেহভাজন ব্যক্তিদেরকে আটক ও তাদের জিজ্ঞাসাবাদ করার দৃশ্য দেখানো হয়েছে। এ সময় এক ব্যক্তি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, এক ইসলাম ধর্মপ্রচারকের অজ্ঞাতপরিচয় সহকারী একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেন এবং এই অভিযানে অংশ নেয়ার জন্য অর্থ দেন।
রাশিয়ার গণমাধ্যম আক্রমণকারীদের তাজিকিস্তানের নাগরিক হিসেবে শনাক্ত করে। আফগান সীমান্তে মধ্য এশিয়ার মুসলিম-প্রধান দেশ তাজিকিস্তান এক সময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। প্রায় ১৫ লাখ তাজিক রাশিয়ায় কাজ করেন, যাদের অনেকের রুশ নাগরিকত্ব আছে।
তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রেপ্তার নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে হামলায় অন্যান্য তাজিক নাগরিকের সম্পৃক্ততা নিয়ে রাশিয়ার গণমাধ্যমের খবর তারা অস্বীকার করেছেন।
অনেক উগ্রপন্থী রাশিয়ান তাজিক অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। তবে পুতিন সেটা প্রত্যাখ্যান করেছেন বলে মনে হচ্ছে।
পুতিন বলেন, ‘কোনো শক্তি আমাদের বহু সংস্কৃতির সমাজে অনৈক্যের বিষাক্ত বীজ বপন করতে পারবে না, এখানে আতঙ্ক বা বিভেদ ছড়াতে পারবে না।’
তিনি রবিবার জাতীয় শোক দিবস ঘোষণা করে বলেন, সারাদেশে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে। সূত্র : ভয়েস অব আমেরিকা
এমটিআই