ঢাকা: ভারতের আসাম রাজ্যের দুর্নীতিতে অভিযুক্ত রাজনীতিবিদ বেঞ্জামিন বসুমাতারি ৫০০ রুপির নোটের স্তূপের ওপর ঘুমাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।
আসামের ওদালগুড়ি জেলার ভৈরাগুড়িতে গ্রাম পরিষদ উন্নয়ন কমিটির (ভিসিডিসি) এই চেয়ারম্যানকে একটি বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে, যেখানে ছড়িয়ে আছে ৫০০ রুপির নোট। খবর এনডিটিভির।
স্থানীয় সূত্র জানিয়েছে, বোডোল্যান্ডের এই নেতা প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প এবং গ্রামীণ চাকরি প্রকল্পের সঙ্গে যুক্ত বড় আকারের একটি দুর্নীতির মামলায় অভিযুক্ত।
ওদালগুড়ি উন্নয়ন অঞ্চলে বসুমাতারির ভিসিডিসির অধীনে পিএমএওয়াই এবং এমএনআরইজিএ প্রকল্পের অধীন দরিদ্র সুবিধাভোগীদের কাছ থেকে তিনি ঘুস নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ছবিটি সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।
বসুমাতারি বোডোল্যান্ড-ভিত্তিক ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের (ইউপিপিএল) সদস্য কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধীরা দাবি করেছেন যে, তিনি ইউপিপিএলে আছেন।
যদিও ইউপিপিএলের দাবি, কয়েক মাস আগেই তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে।
আইএ
আপনার মতামত লিখুন :