ঢাকা: ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস(বামে) ও ডানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার (ডানে)।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের লুকিয়ে থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার পিটার হাসের লুকিয়ে থাকার বিষয়ে অবস্থান স্পষ্ট করেন।
ব্রিফিংয়ে একজন প্রশ্ন করেন, ‘বাংলাদেশের একপাক্ষিক নির্বাচনে ভারতের চাপে পিটার হাস লুকিয়ে ছিলেন। একজন সিনিয়র ভারতীয় কূটনীতিক এমন দাবি করেছেন। এই ঘটনা কি সত্যি?’
জবাবে মিলার বলেন, এই দাবি সত্য নয়। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত ২৮ শে মার্চ দিল্লির থিংক ট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছিলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা জানিয়ে দেয়া হয়।যার পরিণতিতে পিটার হাস লোকচক্ষুর আড়ালে চলে যান।
এমএস