• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘গাজা থেকে দৃষ্টি সরিয়ে নিতেই ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন নেতানিয়াহু’


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৭, ২০২৪, ০৯:৩১ এএম
‘গাজা থেকে দৃষ্টি সরিয়ে নিতেই ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন নেতানিয়াহু’

ঢাকা : জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে গাজা থেকে দৃষ্টি সরিয়ে নিতে চান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাফাদি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নেতানিয়াহুকে বিরত রাখা; যেহেতু তিনি ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা বাড়িয়ে গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে চাইছেন।

তিনি আরও বলেন, ইরান তার কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। ঘোষণা দিয়েছে তারা আর উত্তেজনা বাড়াতে চায় না। আমরাও উত্তেজনা বাড়ানোর বিপক্ষে।

এমটিআই

Wordbridge School
Link copied!