• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন ইরানের শীর্ষ নেতারা !


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৮, ২০২৪, ০৭:২৯ পিএম
ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন ইরানের শীর্ষ নেতারা !

ছবি প্রতীকী

ঢাকা: চলতি মাসে (এপ্রিল) ইরানের হামলার জবাব দেবে না ইসরাইল। এসিবি নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পাসওভার উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা চালাবে না ইসরাইল। আর এটি শেষ হবে ৩০ এপ্রিল। 

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মূলত এ কথা জানিয়েছে এবিসি নিউজ। তবে তিনি এটাও জানিয়েছেন যে, এ সিদ্ধান্ত যেকোনো সময় বদলে যেতে পারে। 

ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পাসওভার বা পেসেক বা নিস্তারপর্ব। সপ্তাহজুড়ে চলে এ উৎসব। মূলত মিশরীয় শাসন থেকে ইহুদি জাতির মুক্তির সময়টাকে স্মরণীয় করে রাখতেই এ উৎসব উদযাপন করা হয়। চলতি বছর পাসওভার উৎসব শুরু হবে আগামী ২২ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল রাত পর্যন্ত। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরাইল পাসওভার উৎসবের আগে ইরানে হামলা চালাতে খুব একটা আগ্রহী নয়। তিনি আরও বলেছেন, তবে বিষয়টি যেকোনো সময় বদলে যেতে পারে। ওই মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীসহ দেশটির নেতৃত্ব এখনো উচ্চমাত্রায় সতর্ক অবস্থা আছে। তাদের অধিকাংশই কোনো না কোনো সেফ হাউস অবস্থা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। 

এদিকে ইসরাইলি একাধিক সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, গত সপ্তাহে ইসরাইল অন্তত দুবার ইরানে হামলার প্রস্তুতি নিয়েছিল। তবে দুবারই সেই মিশনগুলো বাতিল করা হয়েছে। সূত্র জানিয়েছে, ইসরাইলি সমরবিদেরা দেশটির যুদ্ধ মন্ত্রিসভার সামনে একাধিক বিকল্প হাজির করলেও তারা এখনো খতিয়ে দেখছে কোন উপায়ে হামলা চালালে তা সবচেয়ে ফলপ্রসূ হবে। 

আইএ

Wordbridge School
Link copied!