• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চীনে টনের্ডোয় নিহত ৫, আহত ৩৩


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৮, ২০২৪, ১১:২৯ এএম
চীনে টনের্ডোয় নিহত ৫, আহত ৩৩

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজৌতে টর্নেডোর তাণ্ডবে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া শনিবার রাতে স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

টর্নেডোটি শনিবার স্থানীয় সময় বিকালে গুয়াংজৌর বেইয়ান এলাকায় ধ্বংসের স্বাক্ষর রেখে যায়। এর তাণ্ডবে ১৪১টি কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়নি।

নগরীর জরুরি বিভাগের উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। ইতোমধ্যেই তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত বছর চীনের জাংসু প্রদেশে আরেকটি টর্নেডোর তাণ্ডবে ১০ জন নিহত হয়েছিল।

এআর

Wordbridge School
Link copied!