ঢাকা : শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ।
শুক্রবার (৩ মে) কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১৮ জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে। এ হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের জড়িত থাকার অভিযোগ করেন। কিন্তু ট্রুডোর এই অভিযোগ অস্বীকার করে নয়াদিল্লি। এ ঘটনার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম জানিয়েছে পুলিশ। এরা হলেন- করণ প্রিত সিং (২৮), করণ ব্রার (২২) ও কমল প্রিত সিং (২২) তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
ভারতের পাঞ্জাব রাজ্যে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিজ্জর। তিনি বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন—এমন অভিযোগে তাকে সন্ত্রাসী তকমা দিয়েছিল ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করে এসেছেন নিজ্জরের সমর্থকেরা। তারা বলেন, খালিস্তান আন্দোলনের পক্ষে থাকায় একাধিকবার হত্যার হুমকি পেয়েছিলেন নিজ্জর।
কানাডা পুলিশের কর্মকর্তা মনদীপ মুকের বলেন, এই হত্যাকাণ্ডে ভারতীয় সরকারের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা তা তদন্ত করছি।
ওটায় অবস্থিত ভারতীয় দূতাবাস এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। সূত্র : রয়টার্স
এমটিআই