• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

স্কুলে দেরি করে আসায় শিক্ষিকাকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল


আন্তর্জাতিক ডেস্ক মে ৪, ২০২৪, ০৫:০০ পিএম
স্কুলে দেরি করে আসায় শিক্ষিকাকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল

ঢাকা: স্কুলে দেরি করে আসার অভিযোগে এক শিক্ষিকাকে মারধর করেছেন নারী অধ্যক্ষ। আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা গুঞ্জন চৌধুরীকে লাঞ্ছিত করেছেন সেখানকার অধ্যক্ষ। তবে তিনি অভিযোগ করেছেন, হাতাহাতির সময় তার জামা ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন ওই শিক্ষিকা।

এমন একটি ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে ছোট ছোট শিক্ষার্থীদের সামনেই শিক্ষিকার ওপর চড়া হয়েছেন অধ্যক্ষ। এসময় বাঁচার চেষ্টা করতে থাকা শিক্ষিকা অধ্যক্ষের জামা মুঠ করে ধরে রাখেন। আর তাদের ছাড়ানোর চেষ্টা করছিলেন অধ্যক্ষের পুরুষ গাড়িচালক এবং আরেকজন নারী সহকর্মী।

একপর্যায়ে শিক্ষিকার মুখে আঘাত করেন অধ্যক্ষ। এসময় পেছন থেকে তাদের এক সহকর্মীকে বলতে শোনা যায়, এটি ভিডিও করা হচ্ছে। ম্যাডাম দুর্ব্যবহার করছেন। আপনাকে কি এমন আচরণে মানায়? হাতাহাতির সময় অধ্যক্ষ এবং শিক্ষিকা উভয়েই অশালীন ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন...

এআর

Wordbridge School
Link copied!