ঢাকা : ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট শুরু হয়েছে আজ। মঙ্গলবার সকাল থেকে দেশটির বিভিন্ন রাজ্যে চলছে ভোটগ্রহণ। এবার তৃতীয় দফার ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গুজরাটের আহমেদাবাদ শহরের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গান্ধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ।
নিজ ভোটাধিকার প্রয়োগের পর দেশের ভোটারদের 'মাতদান' (ভোট দেওয়ার অধিকার) প্রয়োগ করার আহ্বান জানান তিনি। এটিকে ভারতীয় ঐতিহ্যে 'দান' এর গুরুত্বের সাথে তুলনা করে বলেন, দেশবাসীকে যতটা সম্ভব ভোট দেওয়া উচিত। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।
ভোট দেওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, "আজ তৃতীয় দফার ভোট। আমাদের দেশে 'দান'-এর অনেক গুরুত্ব রয়েছে এবং একই চেতনায় দেশবাসীকে ভোট দেওয়া উচিত।‘
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকেই ভোটকেন্দ্রে উপস্থিত হন মোদি। ভোট দিতে যাওয়ার সময় মোদী আশেপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। সে সময় তাকে অটোগ্রাফও দিতে দেখা যায়। ভোট দিয়ে তাকে বেশ উৎফুল্ল দেখা গেছে।
ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তিনি অমোচনীয় কালি লাগানো হাতের আঙুল তুলে ধরেন। এ সময় তাঁর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন।
পরবর্তীতে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি।‘ এ সময় সবাইকে ভোট দিতে অনুরোধ জানান মোদি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান তিনি।
এদিকে একই কেন্দ্রে অন্য বুথে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং গান্ধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ। ভোট প্রদানের পুরো সময়জুরে মোদির সাথেই ছিলেন তিনি।
লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে আজ ১০টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। ভোট শেষ হবে বিকেল ৬টায়।
এমটিআই
আপনার মতামত লিখুন :