ঢাকা : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ভারি বৃষ্টির পর দেখা দেওয়া বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হয়েছে।
মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
মন্ত্রণালয়টির মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, শুক্রবার (১০ মে) বাঘলানের পাঁচটিরও বেশি জেলা বন্যা কবলিত হয় আর এসব এলাকার দেড় শতাধিক মানুষ আটকা পড়েন, তাদের জরুরিভিত্তিতে সাহায্য দরকার।
শুক্রবার রাতে উত্তরাঞ্চলে দু’টি তীব্র ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্গত অঞ্চলে উদ্ধারকারী দল ও হেলিকপ্টার পাঠিয়েছে।
কিন্তু হেলিকপ্টারে নাইট ভিশন লাইটস না থাকার কারণে অভিযানটি সফল নাও হতে পারে, বলেছেন কানি।
এমটিআই