• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ, দেহরক্ষী প্রধান বরখাস্ত


আন্তর্জাতিক ডেস্ক মে ১১, ২০২৪, ০৩:৫৮ পিএম
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ, দেহরক্ষী প্রধান বরখাস্ত

ঢাকা : ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘হত্যার ষড়যন্ত্র’ নস্যাতের পর তার ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এর আগে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে জেলেনস্কির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর দুই উচ্চপদস্ত কর্মকর্তাকে আটক করা হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী স্টেট গার্ড অ্যাডমিনিস্ট্রেশনের (ইউডিও) প্রধান ছিলেন সেরহি রুদ। তবে ঠিক কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি। এমনকি এই পদে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে তাও জানা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টেট গার্ড অ্যাডমিনিস্ট্রেশন (ইউডিও) প্রেসিডেন্টের নিরাপত্তার পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তায় দায়িত্ব পালন করে। রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে এই বাহিনীর দুই উচ্চ পদস্ত কর্মকর্তাকে আটক করা হয়। তবে জেলেনস্কির ব্যক্তিগত দেহরক্ষী ৪৭ বছর বয়সী সেরহি রুড তাদের সঙ্গে জড়িত রয়েছেন এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

এমটিআই

Wordbridge School
Link copied!