• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

হামাস জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধবিরতি সম্ভব: বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক মে ১২, ২০২৪, ১২:১৯ পিএম
হামাস জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধবিরতি সম্ভব: বাইডেন

ঢাকা:  ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে গাজায় নতুন একটি ফিল্ড হাসপাতাল খুলেছে ইসরায়েল। 

রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা কো-অর্ডিনেট অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজের (কোগাট) এবং আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পসের (আইএমসি) যৌথ উদ্যোগে গাজার দেইর আল-বালাহ এলাকায় স্থাপন করা হয়েছে হাসতালটি।

ইতোমধ্যে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমও শুরু হয়ে গেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার বেসামরিক লোকজনদের চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান করতে আইডিএফ এবং কোগাট সমন্বিতভাবে যেসব কাজ করছে, সেসবের মধ্যে নতুন এই ফিল্ড হাসপাতালটি অন্যতম।

নতুন এই হাসপাতালটিতে চিকিৎসাসেবা দেবেন বাইরের বিভিন্ন দেশের ১৫০ জন ডাক্তার এবং নার্স। হাসপাতালটিতে রোগীদের জন্য প্রয়োজনীয় শয্যা, ওষুধ, খাদ্য, পানি ও তাঁবুর ব্যবস্থা রয়েছে।

চিকিৎসার জন্য বাইরে থাকা আনা প্রতিটি সামগ্রী ভালোভাবে নজরদারি করার পর সেগুলো হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছে আইডিএফ। গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জনকে।

হামাসের অতর্কিত সেই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার। সেই সঙ্গে গোটা গাজা উপত্যকা কার্যত পরিণত হয়েছে ধ্বংস্তূপে।

আইডিএফের বোমা হামলা থেকে রক্ষা পায়নি গাজার হাসপাতালগুলোও। চিকিৎসা উপকরণ, ওষুধ ও জ্বালানির অভাবে উপত্যকার অধিকাংশ হাসপাতাল আর চিকিৎসাসেবা দেওয়ার মতো অবস্থায় নেই।

এআর

Wordbridge School
Link copied!