• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিৎসোর এখন কী অবস্থা


আন্তর্জাতিক ডেস্ক মে ১৯, ২০২৪, ০৯:৩৮ এএম
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিৎসোর এখন কী অবস্থা

ঢাকা: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বরার্ট ফিৎসোর শারীরিক অবস্থা এখনো গুরুতর। তিনি এখনো বড় জটিলতায় পড়ার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল। শনিবার দেশটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

গত বুধবার স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে রবার্ট ফিৎসোকে হত্যার চেষ্টা করা হয়। তাকে খুব কাছ থেকে পাঁচটি গুলি করা হয়। এ ঘটনায় পুরো ইউরোপ স্তম্ভিত। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার এই ঘটনাকে দেশটিতে রাজনৈতিক বিভক্তি বাড়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গুলিবিদ্ধ রবার্ট ফিৎসো বানস্কা বিসত্রিচা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফিৎসোর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার সেই হাসপাতালের সামনে স্লোভাকিয়ার উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাক বলেন, ‘এটা বলা গুরুত্বপূর্ণ যে আমরা এখনো জয়ী হয়নি।’

গত শুক্রবার দুই ঘণ্টার একটি অস্ত্রোপচারের পর রবার্ট ফিৎসোর শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা তৈরি হয়। রবার্ট কালিনাক বলেন, ‘আমরা ধীরে ধীরে একটা ইতিবাচক অবস্থার দিকে যাচ্ছি। 

তবে প্রথমদিকে তার অবস্থা ছিল খু্বই খারাপ। পেটে গুলে লাগলে তা প্রাণঘাতী। চিকিৎসকেরা সেই আশঙ্কা কাটিয়ে ওঠা ও শারীরিক অবস্থা আরও স্থিতিশীল করে তুলতে পেরেছেন। তবে ফিৎসো এখনো বড় ধরনের জটিলতায় পড়ার ঝুঁকিতে রয়েছেন। গুলি লাগার ক্ষত সবসময় গুরুতর। এতে অনেক ঝুঁকি তৈরি হয় যা ৪ থেকে ৫ দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।’

উন্নত চিকিৎসার জন্য ফিৎসোকে আগামী কয়েকদিনের মধ্যে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় নেওয়ার দরকার নেই বলেও জানান কালিনাক। উপপ্রধানমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুটা যোগাযোগ করা যাচ্ছে। আপাতত তাঁর দায়িত্ব হস্তান্তর করার প্রয়োজন নেই।

রবার্ট ফিৎসোকে হত্যাচেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম জুরাজ সি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সন্দেহভাজনের বয়স ৭১।

গ্রেপ্তার করার পর সন্দেহভাজন ওই হামলাকারীকে শনিবার স্লোভাকিয়ার বিশেষ ফৌজদারী আদালতে নেওয়া হয়। মামলার শুনানি শেষে বিশেষ ওই আদালত জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ওই হামলাকারী পুলিশের হেফাজতেই থাকবেন।

এর আগে গত বৃহস্পতিবার স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মাতুজ সুতাই সাংবাদিকদের জানান, সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী একাই গুলি চালান। এর আগে তিনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

এআর

Wordbridge School
Link copied!