• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বলল ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক মে ২০, ২০২৪, ১২:২৪ পিএম
রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বলল ইসরায়েল

ঢাকা : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। আজারবাইজান প্রদেশ সফর শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

এরই মধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেলেও এখনও কোন খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর। এবার এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে ইরানের চির শত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল।

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সাথে ইসরায়েল সংযুক্ত বা জড়িত নয় বলে জানিয়েছে দেশটি। সোমবার (২০ মে) ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। তবে কিছু বেসরকারী সূত্র নিশ্চিত করেছে যে হেলিকপ্টার বিধ্বস্তের সাথে ইসরায়েলের কোনও সংযোগ বা জড়িত ছিল না।

পশ্চিমাদের মতো ইসরায়েলেও ধারণা, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে এ দুর্ঘটনায় ইরানের অভ্যন্তরীণ পরিবর্তন ছাড়া ইসরায়েলের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারণ ইসরায়েলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনিই পরমাণু কর্মসূচি ও ইসরায়েলের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

অন্যদিকে ইরানী প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু হলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলছে ইসরায়েলি এই সংবাদমাধ্যম। এই দুর্ঘটনা ইরানের সরকার বিরোধীদের উৎসাহিত করতে পারে।

এমটিআই

Wordbridge School
Link copied!