ঢাকা : ১৯ মে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। এরপরই এই ঘটনায় ষড়যন্ত্রের ‘গন্ধ’ খুঁজে পাচ্ছেন অনেকে।
হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে রাইসির হেলিকপ্টার ভেঙে পড়েছিল পাহাড়ে।
ইরান নাকি এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ‘সাহায্য’ চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকাটামোগত সমস্যার কারণে তারা সাহায্য করতে পারছে না।
২০২১ সাল থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম রাইসি। তার শাসনামলেই ইরানি-কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক নাগরিক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।
রাইসির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ইরানের ক্যাবিনেট একটি বিবৃতিতে বলেছে, ‘কোনও ধরনের বাধা ছাড়াই রান সরকার কাজ চালিয়ে যাবে। এই অনুগত জাতিকে আশ্বস্ত করতে চাই যে আয়াতুল্লাহ রাইসির অক্লান্ত চেতনায় সেবার পথে অব্যাহত ভাবে হাঁটতে থাকব আমরা।’
এমটিআই