ঢাকা : আন্তর্জাতিক অপরাধ আদালতে এবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস।
আইসিসিতে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা ও আহত করার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে সংগঠনটি।
সোমবার (২৭ মে) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
আরএসএফ জানিয়েছে, তারা গত বছরের ডিসেম্বর ১৫ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অন্তত নয় জন ফিলিস্তিনি সাংবাদিকের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করার জন্য আইসিসির কৌঁসুলিকে আহ্বান জানিয়েছে।
অভিযোগে দায়িত্ব পালনরত অবস্থায় ইসরায়েলি বাহিনীর হামলায় আটজন ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু ও একজন সাংবাদিক আহত হওয়ার বর্ণনা দেয়া হয়েছে।
এসব সাংবাদিকদের মধ্যে রয়েছে সাংবাদিক মুস্তাফা থুরায়া এবং হামজা আল-দাহদুহ, যারা ৭ জানুয়ারি তাদের গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন।
এছাড়া অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ১০০ জনেরও বেশি সাংবাদিক হত্যার তদন্তের জন্য আইসিসির প্রসিকিউটরকে আহ্বান জানিয়েছে আরএসএফ।
সংগঠনটি জানিয়েছে যে তাদের কাছে বস্তুনিষ্ঠ প্রমাণ রয়েছে যে 'কিছু সাংবাদিককে স্বেচ্ছায় হত্যা করা হয়েছে এবং বাকিরা বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) নির্বিচার হামলার ভুক্তভোগী'।
আরএসএফের অ্যাডভোকেসি ও অ্যাসিস্ট্যান্স পরিচালক অ্যান্টন বার্নার্ড বলেন, গাজার সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে, সাংবাদিকদের হত্যার জন্য দায়ীদের জবাবদিহি করতে সংগঠনটি কাজ চালিয়ে যাবে।
নিউ ইয়র্ক ভিত্তিক সাংবাদিক সুরক্ষা কমিটি জানিয়েছে, গাজার যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১০৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এত কম সময়ে এত জন সাংবাদিক নিহতের ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে সংগঠনটি।
এমটিআই