ঢাকা: চাকরিজীবী নারীদের জন্য প্রত্যেক মাসে ‘নির্দিষ্ট কয়েকদিন’ ছুটির সিদ্ধান্ত নিল ভারতের সিকিম হাইকোর্ট। নারী কর্মচারীরা এখন থেকে মাসে দুই থেকে তিন দিনের মাসিক ছুটি পেতে পারেন।
নারী কর্মচারীদের ঋতুকালীন ছুটি দেবে সিকিম হাইকোর্ট। ২৭ মে একটি বিজ্ঞপ্তিতে সিকিম হাইকোর্ট বলেছে যে নারী কর্মীরা মাসে দুই থেকে তিন দিনের জন্য ঋতুকালীন ছুটি নিতে পারেন।
হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সোমাদ্দারের অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে হাইকোর্ট রেজিস্ট্রির নারী কর্মচারীরা এখন থেকে মাসে দুই থেকে তিন দিন মাসিক ছুটি নিতে পারবেন।
তবে তাদের প্রথমে হাইকোর্টের সঙ্গে সংযুক্ত মেডিক্যাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপরে এই ধরনের ছুটির জন্য একটি সুপারিশপত্র পেতে হবে। তার পরেই একমাত্র ছুটি মঞ্জুর করা হবে।
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, 'এ ধরনের ছুটি নিলে আপনার মোট ছুটির তালিকায় কোনও প্রভাব পড়বে না।'
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত
নারীদের ঋতুকালীন সময়ে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। এতে কাজের প্রতি তাদের আগ্রহ থাকে না। প্রতিমাসে নারীদের দুই তিন দিন ছুটি নেওয়ার প্রবণতাও দেখা যায়।
২০২২ সালের ‘রাইট অফ উইম্যান মেনস্ট্রুয়াল লিভ অ্যান্ড ফ্রি অ্যাক্সেস টু মেনস্ট্রয়াল হেলথ প্রোডাক্ট’ বিল সেভাবে নারীদের সাহায্য না করলেও, সিকিমের পাশাপাশি দেশে বিহার এবং কেরালা সরকার নারী কর্মীদের জন্য প্রতিমাসে ঋতুকালীন ছুটির ব্যবস্থা করেছে।