ঢাকা: ভারতের রাজধানীতে ইতিহাসের সর্বোচ্চ ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত বুধবার। তবে এ তথ্য ভুল ছিলো।
দেশটির ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) নয়াদিল্লির ঘনবসতিপূর্ণ মুঙ্গেশপুরের আবহাওয়া স্টেশনের বুধবারের রিডিং তদন্ত করেছে। ওইদিন সেখানকার তাপমাত্রা সেন্সরের ত্রুটির কারণে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি দেখা গেছে।
রাজধানীর আরো দুটি আবহাওয়া স্টেশনে বুধবার তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস এবং ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আইএমডি জানিয়েছে, এ দুটি স্টেশন পরীক্ষা করা হয়েছে এবং সেখানে কোনো সেন্সর ত্রুটি হয়নি।
এর আগে ১৯৯৮ সালের মে মাসে নয়াদিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
কয়েকদিন ধরেই তীব্র তাপদাহ বিরাজ করছে ভারতের বিভিন্ন অঞ্চল। শুক্রবার উত্তরের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্য এবং পূর্বের ওড়িশায় হিটস্ট্রোকে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
আইএ