ঢাকা : ভারতে মধ্যপ্রদেশে ট্রাক্টর দিয়ে বানানো একটি ট্রলি উল্টে চার শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে।
রাজগড় জেলার পিপলদি এলাকায় রোববার (২ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
রাজগড়ের কালেক্টর হর্ষ দীক্ষিত পিটিআইকে বলেছেন, আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথা ও বুকে আঘাতের কারণে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।
আরেক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হতাহতরা রাজস্থানের মোতিপুরা গ্রাম থেকে মধ্যপ্রদেশের কুলামপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
রাজ্যের কালেক্টর, পুলিশসুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমটিআই