ঢাকা: লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারলেও এনডিএ জোটের জয় উদযাপনে ইতোমধ্যে দিল্লিতে বিজেপি কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফল ঘোষণার দিন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর সেখানে পৌঁছে উপস্থিত বিজেপি ও শরীক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি।
এ সময় হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং নরেন্দ্র মোদিকে স্বাগত জানান। বিজয় উদযাপনে বিজেপির সদরদপ্তরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। মোদি বলেন, ‘আজ আমি হৃদয় থেকে অনেক, অনেক খুশি।’
ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, এনডিএ জোট সরকার গঠন করবে এবং কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আজকের এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় বিজয়’। এই বিজয়কে ‘ভারতীয়দের বিজয়’ বলে অভিহিত করেন তিনি।
তিনি দলের নির্বাচন কমিটিকে তাদের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে ‘চরম গরম আবহাওয়ার’ মাঝে দলের নির্বাচন কমিটি কাজ করায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
আইএ