• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জেলনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৩, ২০২৪, ০২:২৩ পিএম
জেলনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৯

ঢাকা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্রিভি রিহ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ শিশুসহ নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।

স্থানীয় সময় বুধবার (১২ জুন) সন্ধ্যায় এ হামলার কথা নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাইমেনকো। খবর আল জাজিরা ও রয়টার্স।

দক্ষিণ ইউক্রেনের ক্রিভি রিহ প্রেসিডেন্ট জেলেনস্কির আদি শহর।

হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘প্রতিদিন এবং প্রতি ঘন্টায়, রাশিয়ান সন্ত্রাস প্রমাণ করে যে ইউক্রেন তার অংশীদারদের সাথে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা উচিত।

ইউক্রেনের সামরিক বাহিনী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানায় যে, ইউক্রেনে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা এটি, এই হামলায় একটি প্রশাসনিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ,

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, পুনরুদ্ধারের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

তবে, জেলেনস্কির শহরে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এমটিআই

Wordbridge School
Link copied!