• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৌদিতে ১৯ হজযাত্রীর মৃত্যু, নিখোঁজ ১৭


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৭, ২০২৪, ১১:৩৪ এএম
সৌদিতে ১৯ হজযাত্রীর মৃত্যু, নিখোঁজ ১৭

ঢাকা : সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের অন্তত ১৯ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রোববার (১৬ জুন) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হজ পালনের সময় জর্ডানের অন্তত ১৪ জন হজযাত্রী মারা গেছেন এবং ১৭ জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।  

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেন কুলিবান্দ জানান, ‌এ বছর হজের সময় মক্কা ও মদিনায় পাঁচ ইরানি  হজযাত্রীর মৃত্যু হয়েছে। তবে তারা কীভাবে মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।সৌদি আরব সরকার এ বছর হজ পালনের সময় হজযাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। একইসঙ্গে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!