• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

একে অপরকে কী উপহার দিলেন পুতিন-কিম


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৯, ২০২৪, ০৭:১৪ পিএম
একে অপরকে কী উপহার দিলেন পুতিন-কিম

ঢাকা: বিশ্বে উত্তর কোরিয়ার মিত্র দেশের সংখ্যা হাতেগোনা। তবে দেশটির দুই প্রধান মিত্র বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী দেশ রাশিয়া এবং চীন। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরকে কেন্দ্র উৎসবের নগরীতে পরিণত হয়েছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সরকারপ্রধানের নানারকম প্রতিকৃতিতে সেজেছে উত্তর কোরিয়ার রাজধানী। পিয়ংইয়ংয়ের কেন্দ্রস্থলে পুতিনকে স্বাগত জানিয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। রঙবেরঙের পোশাকে সজ্জিত হয়ে পুতিনকে স্বাগত জানান হাজার হাজার উত্তর কোরিয়ান মানুষ।

সে অনুষ্ঠানের পর পুতিন এবং কিম উপহার বিনিময় করেছেন বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। 

পিয়ংইয়ংয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, কিমকে অরাস লিমুজিন গাড়ি, অ্যাডমিরাল ছোরা এবং টি সেট উপহার দিয়েছে পুতিন। বিবিসি জানিয়েছে, এবারই প্রথম নয়; গত ফেব্রুয়ারিতেও কিমকে অরাস লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট।

অন্যদিকে কিম পুতিনকে নিয়ে বানানো শিল্পকর্ম তাকে উপহার দিয়েছেন।

উত্তর কোরিয়া সফর শেষ করে ভিয়েতনামের উদ্দেশে রওয়ানা হবেন পুতিন।

আইএ

Wordbridge School
Link copied!