• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাশিয়ার জব্দ সম্পদের আয় ইউক্রেনকে দেওয়া হলে প্রতিশোধের হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক জুন ২০, ২০২৪, ১১:০৯ পিএম
রাশিয়ার জব্দ সম্পদের আয় ইউক্রেনকে দেওয়া হলে প্রতিশোধের হুঁশিয়ারি

ঢাকা : রাশিয়ার যেসব সম্পদ জব্দ হয়েছে, সেগুলো থেকে আসা আয় পশ্চিমা দেশগুলো ব্যবহার করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা দেশগুলোর ‘উল্লেখযোগ্য পরিমাণ’ সম্পদ রয়েছে। প্রতিশোধ নিতে এ সম্পদগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

গত সপ্তাহে ইতালিতে বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি-৭-এর সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, পশ্চিমা দেশগুলোর জব্দ করা রুশ সম্পদ থেকে যে সুদ আসছে, সেখান থেকে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে। যদিও পশ্চিমাদের এমন সিদ্ধান্ত অবৈধ বলে উল্লেখ করেছে মস্কো।

বুধবার মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, রাশিয়ার আয়ত্তে উল্লেখযোগ্য পরিমাণ পশ্চিমা তহবিল ও সম্পদ রয়েছে। এগুলোর সবই প্রতিশোধ নেওয়ার কাজে ব্যবহার করা হতে পারে। জাখারোভা আরও বলেন, প্রতিশোধ নিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, অবশ্যই তা আপনার সামনে কেউ খোলাসা করবে না।

দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এর জেরে দেশটির প্রায় ২৮ হাজার ১০০ কোটি ডলারের সম্পদ জব্দ করে রেখেছে পশ্চিমারা।

অর্থনীতিবিদ, আইনজীবী ও বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এ সম্পদ থেকে আয় ইউক্রেনকে দেওয়া হলে রাশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের সম্পদগুলো জব্দ করতে পারে মস্কো।

এমটিআই

Wordbridge School
Link copied!