• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার আনন্দে হার্ট অ্যাটাক!


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৭, ২০২৪, ০৬:৫৫ পিএম
ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার আনন্দে হার্ট অ্যাটাক!

ঢাকা: সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর এক ব্যক্তির অচেতন হয়ে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হচ্ছে, একবারে এত বেশি অর্থ জেতার আনন্দে উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেন তিনি। অবশ্য ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে এক ব্যক্তি একটি টেবিলের কাছে মেঝেতে পড়ে যান। তার চারপাশে ভিড় করে আছে আতঙ্কিত লোকজন।

ভিডিওতে আরও দেখা যায়, ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী। কয়েকজন সাহায্যের চেষ্টা করছেন। এক পর্যায়ে চিকিৎসকরা এসে অজ্ঞান হয়ে পড়া ব্যক্তিকে জাগানোর চেষ্টা করছেন।

ক্যাসিনো কর্তৃপক্ষ জানিয়েছে, অচেতন হয়ে পড়া ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি অবস্থা এখন স্থিতিশীল।

সূত্র: ডেইলি মেইল

আইএ

Wordbridge School
Link copied!