• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বিহারে ৯ দিনে ধসে পড়ল পাঁচটি সেতু


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৯, ২০২৪, ০১:২৯ পিএম
বিহারে ৯ দিনে ধসে পড়ল পাঁচটি সেতু

ঢাকা : ভারতের বিহার রাজ্যের মধুবনী অঞ্চলে শুক্রবার একটি নির্মাণাধীন সেতু ধসে পড়ার ঘটনা ঘটেছে। এই নিয়ে রাজ্যটিতে গত নয়দিনে পাঁচটি সেতু ধসে পড়ার ঘটনা ঘটল।

শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মধুবনী জেলার ভেজা থানার মাধেপুর ব্লকে শুক্রবার সেতুটি ভেঙে পড়ে, যেখানে একটি ৭৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণাধীন ছিল। ৩ কোটি রুপি ব্যয়ে নির্মিত সেতুটি ২০২১ সাল থেকে নির্মাণ করা হচ্ছিল।

সেতুটি নির্মাণ করছিল বিহার সরকারের গ্রামীণ পূর্ত বিভাগ। বর্ষায় পানির স্তর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি ২৫ মিটার দীর্ঘ পিলার নীচের নদীতে ভেঙে পড়ে সেতুটি ধসে পড়ে।

এই নিয়ে রাজ্যটিতে গত নয়দিনে পাঁচটি সেতু ধসে পড়ল। গত বৃহস্পতিবার কিষাণগঞ্জ জেলায় একটি সেতু ভেঙে পড়ে। এর আগে গত ২৩ জুন পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মাণাধীন ছোট সেতু ভেঙে পড়ে। এছাড়া তার আগের দিন ২২শে জুন সিওয়ানে গন্ডক খালের ওপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৯ জুন, আরারিয়ায় একটি নির্মাণাধীন সেতুর একটি অংশ ধসে পড়ে। কোটি টাকা খরচ করে নির্মিত বাকরা নদীর উপর কংক্রিটের সেতুটি কয়েক সেকেন্ডে ভেঙ্গে পড়ে।

এমটিআই

Wordbridge School
Link copied!