ঢাকা: মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার এ হতাহতের ঘটনা ঘটলেও দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বৃহস্পতিবার (৪ জুলাই) এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থাটির বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে জানানো হয়েছে, মৌরিতানিয়ার কোস্টগার্ড মরদেহগুলো উদ্ধার করেছে। এসব অভিবাসন প্রত্যাশীরা একটি বড় মাছ ধরার নৌকায় করে যাচ্ছিলেন। ওই সময় এটি ডুবে যায়। নৌকাডুবির পর পাঁচ বছর বয়সী একটি শিশুসহ নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরও জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এনডিয়াগো থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের উপকূলে নৌকাটি ডুবে যায়।
অভিবাসন প্রত্যাশী ১৭০ জনকে নিয়ে ছয়দিন আগে এটি গাম্বিয়া-সেনেগাল সীমান্ত থেকে ছেড়ে আসে। নৌকাটির গন্তব্য ছিল ইউরোপ।
প্রতি বছর পশ্চিম আফ্রিকার বহু মানুষ উন্নত জীবন ও ভালো কাজের আশায় আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইউরোপে যেতে অভিবাসন প্রত্যাশীরা যেসব রুট ব্যবহার করেন তার মধ্যে আটলান্টিক মহাসাগরের রুটটি সবচেয়ে দীর্ঘ। এ কারণে বেশিরভাগ মানুষকে দীর্ঘ সময় নৌকায় অবস্থান করতে হয়।
এমএস