• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রবল বৃষ্টিপাতে ভারতে ভবন ধস, বহু হতাহতের শঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৬, ২০২৪, ০৯:২৫ পিএম
প্রবল বৃষ্টিপাতে ভারতে ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

ঢাকা: ভারতে প্রবল বৃষ্টিপাতের মধ্যে ধসে পড়েছে একটি ছয়তলা ভবন। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শনিবার (৬ জুলাই) গুজরাটের সুরাটে শচীন পালি গ্রামে এই ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহুতল ভবনটি মাত্র আট বছর আগে নির্মিত হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনধসের স্থানে ধ্বংসস্তূপের পাহাড় তৈরি হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জানা গেছে, বিকেল বেলা ভবনটি ধসে পড়ার সময় এর অন্তত পাঁচটি পরিবার এর ভেতরে ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া লোকদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু করেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দলকেও ডাকা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ভবনটি খুব বেশি পুরোনো না হলেও জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বেশিরভাগ ফ্ল্যাট খালি ছিল।

আইএ

Wordbridge School
Link copied!