• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বন্যায় বিপর্যস্ত আসাম, মৃত ৫৮, ক্ষতিগ্রস্ত ২৩ লাখ মানুষ


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৭, ২০২৪, ০৬:৩৯ পিএম
বন্যায় বিপর্যস্ত আসাম, মৃত ৫৮, ক্ষতিগ্রস্ত ২৩ লাখ মানুষ

ঢাকা : ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, এক মাস ধরে চলা প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে।

আসামে প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধসে পড়া, রাস্তাঘাট বন্ধ, গবাদি পশুর ক্ষতি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে কতৃপক্ষ।

নিয়ামাতিঘাট, তেজপুর, ধুবড়ি ও গোয়ালপাড়ায় ব্রহ্মপুত্রসহ ৯টি নদীর পানি বিপদসীমার উপর উঠেছে। তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পানি ধীরে ধীরে কমছে।

শুক্রবার, মুখ্যমন্ত্রী শর্মা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ডিব্রুগড়ও যান। রাজ্যের ২৭টি জেলায় ৫৭৭টি ত্রাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে ৫,২৬,০০০ এরও বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। খাদ্য ও অন্যান্য সহায়তার জন্য বিতরণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

এএসডিএমএ-এর প্রতিবেদন অনুযায়ী, বন্যায় ৩,৫৩৫টি গ্রাম ডুবে গেছে । প্রায় ৬৮,৭৬৮.৫ হেক্টর ফসলের জমি প্লাবিত হয়েছে। টানা বন্যায় ১৫ লাখ ৪৯ হাজার ১৬১টি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!