• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চীনা প্রভাব অর্থনীতির জন্য ইতিবাচক মনে করে ৭৯ শতাংশ বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৩, ২০২৪, ০৩:৪২ পিএম
চীনা প্রভাব অর্থনীতির জন্য ইতিবাচক মনে করে ৭৯ শতাংশ বাংলাদেশি

ঢাকা : বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি উচ্চ ও মধ্যম আয়ের দেশের অধিকাংশ জনগণই মনে করে, তাদের দেশের অর্থনীতিতে চীনের প্রভাব আছে। উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় মধ্যম আয়ের দেশগুলোর বেশিসংখ্যক জনগণ মনে করে তাদের দেশের অর্থনীতিতে চীনের প্রভাব ইতিবাচক।

এছাড়া দেশের অর্থনীতিতে চীনের প্রভাব ইতিবাচক মনে করেন ৭৯ শতাংশ বাংলাদেশি। খবর আল জাজিরা।

বিশ্বের ৬ মহাদেশের ৩৫টি দেশে পরিচালিত এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ।

১৮টি উচ্চ আয়ের দেশ এবং ১৭টি মধ্যম আয়ের দেশে পরিচালিত হয় জরিপটি। চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে শুরু করে মে মাসের ২১ তারিখ পর্যন্ত এই জরিপটি পরিচালিত হয়। জরিপটিতে ৩৫টি দেশের মোট ৪৪ হাজার ১৬৬ জন তাদের মতামত দেন। পরে বিশ্লেষণ শেষে গত ৯ জুন জরিপের ফলাফল পিউ রিসার্চের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

জরিপে বলা হয়, মধ্যম আয়ের দেশগুলোর ৪৭ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগণের ধারণা, চীন তাদের দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিপরীতে ২৯ শতাংশ নেতিবাচক বলেছেন। অন্যদিকে উচ্চ আয়ের ১৮টি দেশের ৫৭ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগণের ধারণা, তাদের দেশের অর্থনীতিতে চীনা প্রভাব নেতিবাচক, ইতিবাচক মনে করেন ২৮ শতাংশ।

জরিপে দেখা যায় বাংলাদেশের অর্থনীতিতে চীনের প্রভাবকে ইতিবাচক মনে করেন ৭৯ শতাংশ বাংলাদেশি।

জরিপে আরও দেখা গেছে, সামগ্রিকভাবে চীনকে কীভাবে বিবেচনা করা হয়—এমন এক প্রশ্নের উত্তরে উচ্চ আয়ের দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক চীনকে নেতিবাচকভাবে বিবেচনা করেন। বিপরীতে মধ্যম আয়ের ৫৬ শতাংশ জনগণ চীনকে ইতিবাচকভাবে বিবেচনা করেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যানুসারে, বিগত ১০ বছরের বেশি সময়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগের আওতায় বিভিন্ন দেশে চীন ৩ লাখ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।

জরিপে অংশ নেওয়া বেশ কয়েকটি মধ্যম আয়ের দেশের মানুষের কাছে সেখানে কাজ করা চীনা কোম্পানিগুলোর ব্যাপারে ইতিবাচক ধারণা আছে। ৯টি দেশে গড়ে জরিপে অংশে নেওয়াদের ৭২ শতাংশ বলেছেন, চীনা কোম্পানিগুলো তাদের দেশের অর্থনীতির জন্য ভালো। এ ক্ষেত্রে থাইল্যান্ড (৮১ শতাংশ), কেনিয়া (৮০ শতাংশ) এবং বাংলাদেশে (৭৯ শতাংশ) নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে।

এ ছাড়া পিউ রিসার্চের জরিপে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের অবস্থান নিয়ে ইতিবাচক মনোভাব আছে। থাইল্যান্ডের ৮০ শতাংশ জনগণ মনে করে চীন বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এই হার যথাক্রমে—৭৬, ৭৩, ৭২ ও ৬৪ শতাংশ।

এমটিআই

Wordbridge School
Link copied!