• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাছ–মাংস না পেয়ে কনেপক্ষকে লাঠিপেটা, বিয়ে পণ্ড


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৪, ২০২৪, ১০:৩৩ এএম
মাছ–মাংস না পেয়ে কনেপক্ষকে লাঠিপেটা, বিয়ে পণ্ড

ঢাকা : ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামে বিয়ের অনুষ্ঠানে মাছ–মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে বরপক্ষ।

রোববার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দ নগর গ্রামের দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ে ছিল।  বরপক্ষকে খাওয়াতে পোলাও-পনির ও হরেক রকম তরকারি পাকানো হয়।

খাওয়া-দাওয়ায় মাছ ও মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেন।

কনের বাবা পুলিশ বলেন, আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে বর অভিষেক শর্মা, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা। আমি আপত্তি জানালে সুরেন্দ্রসহ কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করেন এবং লাথি দেন, ঘুষি মারেন।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া।

এমটিআই

Wordbridge School
Link copied!