• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কমলা হ্যারিসকে ‘উগ্র বাম পাগল’ বললেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৫, ২০২৪, ০১:১৬ পিএম
কমলা হ্যারিসকে ‘উগ্র বাম পাগল’ বললেন ট্রাম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে পাগল বলে সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার( ২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সমাবেশে কমলাকে আক্রমণ করে বক্তব্য দিলেন ট্রাম্প।

কমলা হ্যারিসের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন 'উগ্র বাম পাগল' যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা তা হতে দেব না।

বাইডেন প্রশাসনের সীমান্তনীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করা উচিত। কমলা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। এর ফলে সারা বিশ্ব থেকে দুই কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছে।

ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করে দেবেন। কোনো ধরনের বিলম্ব ছাড়াই কমলার অবাঞ্ছিত পদক্ষেপ বন্ধ করবেন।

তাছাড়া গর্ভপাত ইস্যুতেও কমলার মালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, কমলা অষ্টম ও নবম মাসেও গর্ভপাতের পক্ষে। কমলা শিশুহত্যার পক্ষে।

গত সোম ও মঙ্গলবার পরিচালিত এক জরিপে কমলার প্রতি ৪৪ শতাংশ ও ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানান।

আইএ

Wordbridge School
Link copied!