• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

কুখ্যাত মাদক সম্রাট এল মায়ো গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৬, ২০২৪, ০১:০২ পিএম
কুখ্যাত মাদক সম্রাট এল মায়ো গ্রেপ্তার

ঢাকা: মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মায়োকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার টেক্সাসের এল পাসো থেকে গ্রেপ্তার করে মার্কিন ফেডারেল এজেন্টরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এল মায়ো মেক্সিকোর মাদক চক্র সিনালোয়া কার্টেলের নেতা। এক সময়ের আলোচিত মাদকসম্রাট হোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের সাথে অপরাধমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে,গত বৃহস্পতিবার এল মায়োর সাথে এল চ্যাপোর ছেলে হোয়াকিন গুজম্যান লোপেজকেও গ্রেফতার করা হয়েছে। গুজমান লোপেজ এল চ্যাপোর চার ছেলের একজন। তিনি লস ক্যাপিতোস এ লিটল চ্যাপো নামেও পরিচিত। 

আগে থেকেই যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি আছেন এল চ্যাপো। বৃহস্পতিবার সন্ধ্যায় এক লিখিত বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, এল মায়ো ও গুজম্যান বিশ্বের অন্যতম সহিংস ও শক্তিশালী মাদক পাচারকারী চক্রের নেতৃত্বে আছেন।

এমএস

Wordbridge School
Link copied!