ঢাকা : দখলদার ইসরায়েলি বাহিনীর প্রচন্ড হামলা ও অভিযানের মুখে মধ্য গাজার বুরেইজ এবং নুসেইরাত শরণার্থী শিবির থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন বাস্তুহারা ফিলিস্তিনিরা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা উপত্যকার ৮৬ শতাংশ ফিলিস্তিনি বর্তমানে গাজা শহর খালি করার আদেশের অধীনে রয়েছেন। বাস্তুহারা ফিলিস্তিনিরা যেখানেই আশ্রয় নিচ্ছেন সেখান থেকেই তাদের পালাতে বাধ্য করছে ইসরায়েলি সৈন্যরা।
তারপরও প্রাণ বাঁচাতে গাজা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা।
সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলে দুটি প্রধান শহর রাফাহ এবং খান ইউনিসের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাংক। সেখানে তীব্র লড়াই হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের। ইসরায়েলের তাণ্ডবে দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজা শহর খালি করার নির্দেশের পাশাপাশি উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। যার কারণে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ হাজার ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯০ হাজার ৮৩০ জন।
এমটিআই