• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৩, ২০২৪, ১০:৪৮ এএম
অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারকে দেশব্যাপী নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়া বাংলাদেশে শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

বাংলাদেশের জনগণের প্রতি পুরোপুরি সংহতি প্রকাশ করে তাদের মানবাধিকারের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। এছাড়া সব ধরনের সহিংস কর্মকাণ্ডের জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এসআই

Wordbridge School
Link copied!