ঢাকা : বাংলাদেশের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে রাজনৈতিক অস্থিরতার কারণে যেসব হিন্দুরা আক্রমণের শিকার হয়েছেন, তাদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন মোদি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় এনডিটিভি।
নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবো।
তিনি আরও বলেন, ১৪০ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
ভাষণে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অগ্রগতির জন্য ভারতের সমর্থনকে পুনর্নিশ্চিত করে বাংলাদেশের উন্নয়নের প্রতি শুভেচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন, 'আমরা বাংলাদেশের উন্নয়নের যাত্রায় মঙ্গল কামনা করতে থাকব।'
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক নেতা-কর্মীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর পাওয়া যায়। যদিও বেশিরভাগ হামলা ছিল রাজনৈতিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অনেক খবর গুজবও ছিল বলে জানা যায়।
এমটিআই
আপনার মতামত লিখুন :