• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

জাপানে ধেয়ে আসছে টাইফুন অ্যামপিল


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০২৪, ০৭:৪০ পিএম
জাপানে ধেয়ে আসছে টাইফুন অ্যামপিল

ঢাকা: জাপানের পূর্বাঞ্চল অতিক্রম করতে যাচ্ছে শক্তিশালী টাইফুন অ্যামপিল। এ কারণে সেখানকার হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। খবর আল জাজিরার।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) শুক্রবার পূর্বাভাসে জানায়, বিকেল ৪টার দিকে চিবা অঞ্চলের চোশি সহরের ১৭০ কিলোমিটার দূরে টাইফুনটি অবস্থান করছিল। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এমনটি জানিয়েছে।  

অ্যামপিল প্রশান্ত মহাসাগরের ওপর ঘুরছে। শুক্রবার সন্ধ্যা-রাতের মধ্যে এটি বৃহত্তর টোকিও অঞ্চলের কাছাকাছি চলে আসতে পারে। তীব্র বাতাসে ধ্বংস হওয়া জিনিসপত্র উড়ে লোকজনের ওপর পড়ে তারা আহত হতে পারে। এমনকি এ টাইফুন চলমান ট্রাক পর্যন্ত উল্টে দিতে পারে, জানায় জেএমএ।  

সংস্থাটি জানায়, বাতাসের গতিবেগ সেকেন্ডে ৪৫ মিটার থেকে সর্বোচ্চ ৬০ মিটার পর্যন্ত হচ্ছে। এর প্রভাবে কান্তোর বেশ কয়েকটি পৌরসভার লোকজনকে সরে যেতে বলা হয়েছে।  

আইএ

Wordbridge School
Link copied!