• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নেপালে বাস দুর্ঘটনায় ৪১ ভারতীয় পর্যটক নিহত


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৪, ২০২৪, ০৩:৩২ পিএম
নেপালে বাস দুর্ঘটনায় ৪১ ভারতীয় পর্যটক নিহত

ঢাকা: নেপালের তানাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী একটি বাস নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। বাসটিতে ৪৩ জন পর্যটক ছিলেন। তারা পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলেন। খবর বিবিসির।

শুক্রবার (২৩ আগস্ট) আয়নাপাহারা এলাকার মারস্যাংদি নদীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল। ঘটনার সময় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। পথে তানহুন জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে কীভাবে বাসটি দুর্ঘটনায় পড়ল তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনার নিহতের সংখ্যা নিশ্চিত করে মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন জানিয়েছেন, বেশিরভাগ যাত্রীই মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা। রাজ্য সরকার দিল্লি, নেপালের প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। কেন্দ্র জানিয়েছে, বিমানবাহিনীর হেলিকপ্টারে করে মরদেহ ভারতে ফিরিয়ে আনা হবে। পরে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!