• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যায় সহায়তা দেবে তুরস্ক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৮, ২০২৪, ১১:৩৩ এএম
ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যায় সহায়তা দেবে তুরস্ক

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

সেইসঙ্গে বন্যা দুর্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন তিনি।

বাসস লিখেছে, মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টাকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে চলমান প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন।

পাশপাশি বাংলাদেশ পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠানোর কথা বলেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট। ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে এরদোয়ানকে ধন্যবাদ দেন এবং সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের কথা বলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!