• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৮, ২০২৪, ১১:৩৫ এএম
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ১০

ঢাকা : অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান ও হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র বুধবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ জিবরিল জানান, ইসরায়েলি হামলায় জেনিন শহরে দুই ফিলিস্তিনি, এর পার্শ্ববর্তী একটি গ্রামে চারজন এবং তুবাস শহরের শরণার্থী শিবিরে আরও চারজন নিহত হয়েছে। এ ছাড়া আরও ১৫ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলি সেনাবাহিনী আজ বুধবার ভোরে জানায়, পশ্চিম তীরের উত্তরে জেনিন ও তুলকার্ম শহরে সন্ত্রাস রুখতে এই সামরিক অভিযান চালানো হয়েছে। ইসরায়েল পশ্চিম তীরে বিমান হামলা চালানোর দুদিন পরে এই হামলা চালানো হলো। ওই বিমান হামলায় পাঁচজন নিহতের খবর জানিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ চলার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা করছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের হামলায় সেখানে ৬৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় ১৯ জন ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!